
নোয়াখালীর হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও হাতিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছাইফ উদ্দিনকে (৫৯) গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় পুরো উপজেলার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপি ও আওয়ামী লীগ পৃথক পালটাপালটি মিছিল করেছে।
সোমবার (৬ অক্টোবর) বিকালে হাতিয়া আদালত চত্বর থেকে যৌথবাহিনী তাকে আটক করে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরের পর থেকেই যৌথবাহিনীর সদস্যরা আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন। বিকালে অ্যাডভোকেট ছাইফ উদ্দিনকে গ্রেফতারের পরপরই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপজেলা সদরের ওছখালী এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। তারা অবিলম্বে তার মুক্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
একপর্যায়ে যৌথবাহিনী বিক্ষোভকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে কাউকে আটক করা হয়নি। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দিলেও সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওছখালী ও আশপাশের এলাকায়।
অন্যদিকে একই সময়ে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল বের করেন। তারা গ্রেফতার অভিযানে স্বাগত জানিয়ে প্রশাসনকে ধন্যবাদ জানান। এ সময় বিএনপিপন্থি সংগঠনগুলোর নেতাকর্মীরা আওয়ামী লীগের মিছিলকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেন।
হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, বিকালে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর একটি মামলায় তিনি জামিনে ছিলেন।
আওয়ামী লীগের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, নেতাকর্মীরা মিছিলের জন্য জড়ো হয়েছিলেন। ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। মিছিল করার সুযোগ দেওয়া হয়নি।
এ ঘটনায় হাতিয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত টহল জোরদার করেছে। গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে মোড়ে পুলিশ ও আনসারের সদস্যদের অবস্থান দেখা গেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, এ ঘটনার পরিপ্রেক্ষিতে যেকোনো সময়ে পরিস্থিতি আরও অস্থির হতে পারে।