
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে পুলিশের হাতে আটক হওয়ার পর টাকার বিনিময়ে ছাড়া পাওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক সভাপতির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার নতুনবাজার এলাকায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরাজীকান্দি ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সভাপতি কবির হোসেন ওইদিন বিকেলে ‘হোয়াইট হাউস রেস্টুরেন্টে’ খাবারের উদ্দেশ্যে যান। এ সময় মতলব উত্তর থানার এসআই জাফর আহমেদ ও এএসআই মনির হোসেন তাকে আটক করেন। পরে মোটরসাইকেলে করে থানায় নেওয়ার সময় কথিতভাবে সোর্সদের মাধ্যমে মোটা অংকের অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনার পর যুবলীগ নেতা কবির হোসেন নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন, যেখানে তিনি লেখেন, ‘আল্লাহ তায়ালা যা করেন মানুষের কল্যাণের জন্যই করেন, আলহামদুলিল্লাহ।’
পোস্টটি প্রকাশের পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্থানীয়দের দাবি, ঘটনার প্রকৃত সত্য জানতে ‘হোয়াইট হাউস রেস্টুরেন্ট’-এর সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
এদিকে, কয়েকদিন আগে এসআই জাফর আহমেদকে স্থানীয় একটি অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতার সঙ্গে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা গেছে। এতে করে তার রাজনৈতিক সম্পৃক্ততা ও দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সচেতন মহলের দাবি, পুলিশের দায়িত্বশীল পদে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও অনৈতিক আর্থিক লেনদেনের বিষয়টি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের গুরুত্বসহকারে দেখা উচিত।
এ ঘটনায় মতলব উত্তর উপজেলা বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেন, একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকে আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া প্রশাসনের দায়িত্বহীনতার প্রমাণ।
তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে এসআই জাফর আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, ‘আমি বর্তমানে চাঁদপুরের বাইরে রয়েছি। আগামী ৭-৮ অক্টোবর কর্মস্থলে ফিরে বিষয়টি খোঁজখবর নেব। যদি সত্যিই অর্থের বিনিময়ে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটে থাকে, তবে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’