Image description
 

সরকারের আবাসন প্রকল্পে পল্ট বরাদ্দ দেওয়া বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

 

বিশ্ব বসতি দিবস উপলক্ষে সোমবার আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

রিজওয়ানা হাসান বলেন, নতুন নগরায়নে প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ বন্ধ করা উচিত। এর বদলে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া যায়। এটা যেন গৃহায়ন কর্তৃপক্ষ, রাজউক করতে পারে, তেমনি সরকার-বেসরকারি অংশীদারিত্বেও হতে পারে। পাশাপাশি নিম্নবিত্তের আবাসন সমস্যা সমাধানে সিএসআর পদ্ধতির প্রয়োগ করার পরামর্শ দেন তিনি।

এই উপদেষ্টা বলেন, আমাদের দেশে এটা আইন দিয়ে নির্ধারিত না, কিন্তু পাশের দেশে আইন দিয়ে নির্ধারিত। এটা একটা সেক্টর হতে পারে। সরকারের যেহেতু রিসোর্স নেই, সরকারের পাশাপাশি সিএসআরে এই কাজটা করা যায়। সরকার জমি দিলে অনেক প্রতিষ্ঠান বাসা তৈরির উদ্যোগ নিতে পারে।

তিনি বলেন, মানুষ একটা প্লট বা ফ্ল্যাট পেলে খুব খুশি হয়। কিন্তু সেই ফ্ল্যাটে গ্যাস, বিদ্যুৎ সংযোগ থাকে না, রাস্তা থাকে না। সমস্যা সমাধানে সরকার উদ্যোগ নিলেও সংশ্লিষ্টদের কাছ থেকে সাড়া পাওয়া যায় না। এ সমস্ত বিবেচনায় আমরা ফ্লোর এরিয়া রেশিও নিয়ে সরকার একটা নিয়ন্ত্রণমূলক নীতিগত সিদ্ধান্তে যেতে চায়। কিন্তু বিভিন্ন স্টেকহোল্ডারদের কাছ থেকে বিপরীতমুখী সাজেশন আসে। তখন সেই সিদ্ধান্ত বাস্তবায়নে বেগ পেতে হয়।

রিজওয়ানা বলেন, বাংলাদেশের ভবনগুলোয় কৃত্রিম আলোর ব্যবহার হয়। এক্ষেত্রে জ্বালানি সাশ্রয় ও পরিবেশবান্ধব ভবন তৈরি করতে হবে।তিন আরও বলেন, এখন বাজে দুপুর ১২টা। এ সময় আমরা দেশের সবচেয়ে সুন্দর হলগুলোর একটিতে বসে আছি। কতগুলো আলো জ্বালিয়ে রেখেছি, টোটালি এয়ারকন্ডিশনড একটা সিস্টেমে বসে আছি। কিন্তু আজ বাইরে বৃষ্টি নেই, এ সময় আলো জ্বালিয়ে বসে থাকার কথা না। আমরা যদি বিল্ডিংটাকে ওইভাবে ডিজাইন করতাম তাহলে কৃত্রিম আলো জ্বালিয়ে বসতে হত না। আমি মনে করি, গ্রিন বিল্ডিংয়ের মডেল ডেভেলপ করা উচিত।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত দেশের উপকূলীয় অঞ্চলে টেকসই নগরায়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এসব সমস্যা সমাধানে পরিকল্পিত নগর তৈরি করতে হবে। আমাদের প্রচলিত ধ্যান-ধারণার বাইরে আসতে হবে; নইলে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আমরা কিছু করতে পারব না। আমাদের সামগ্রিক চিন্তা করে পরিকল্পনা করতে হবে। তাহলেই বাংলাদেশের বর্তমান সঙ্কট মোকাবেলা করে সেগুলোকে বাসযোগ্য করা যাবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে বিআইপির সভাপতি আদিল মুহম্মদ খান, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আখতার বক্তব্য রাখেন।