
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে কর্তৃত্ব চালিয়েছেন নাজমুল হাসান পাপন। তবে গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে চলে যান তিনি। এরপর প্রায় এক বছর ধরে পুরনো কমিটির হাতেই চলেছে বোর্ডের কার্যক্রম। এবার নানা বিতর্ক আর নাটকীয়তার পর সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হলো বিসিবি নির্বাচন। যদিও তফসিল ঘোষণার পরই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হবে বলে ভেবেছিলেন সবাই।
আর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও বিসিবির সবশেষ কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে বড় একটা আলোচনার জন্ম দিয়েছিলেন। শুরুতে তাদের অংশগ্রহণে উত্তাপ ছড়ালেও, কিছুদিনের মধ্যেই সেই আলোচনা অনেকটাই স্তিমিত হয়ে পড়ে। নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেন তামিম, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। শেষপর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান দেশসেরা এই ওপেনার। তার পাশাপাশি আরো ২০ জন একই অভিযোগে মনোনয়ন প্রত্যাহার করে নেন। তবে এসব আলোচনা-বিতর্ক পাশ এড়িয়ে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় বহুল প্রত্যাশিত এই নির্বাচন।
নির্বাচন ঘিরে যেমন উত্তেজনা ও উন্মাদনা থাকার কথা ছিল, তেমন কিছুই দেখা যায়নি। নির্বাচনি মাঠে বেশিরভাগ সময়ই অলসভাবে কেটেছে অংশগ্রহণকারীদের। ভোটারদের উপস্থিতিও অত্যন্ত সীমিত ছিল, যা পুরো নির্বাচনের পরিবেশকে বেশ স্তিমিত করে তুলে। অল্প কয়েকজন ভোটারের আগমনের অপেক্ষায় বসে সময় কাটান সংশ্লিষ্টরা, সবমিলিয়ে যেন শুধুই আনুষ্ঠানিকতার জন্যই নির্বাচন।
ক্যাটাগরি-১ থেকে আগেই ৬ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ঢাকা বিভাগ থেকে অলিখিতভাবেই নির্বাচিত হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। এবার রাজশাহী ও রংপুর বিভাগ থেকেও নির্বাচিত দুই পরিচালক পেতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। এই পদে কারা আসছেন, সেটাও একরকম পরিষ্কার।
অন্যদিকে ঢাকা মহানগরীর ক্লাব ক্যাটাগরিতেও অলিখিতভাবেই নির্বাচিত ছিলেন ১২ পরিচালক। কেননা, তামিম ইকবালপন্থীরা শেষমুহূর্তে সরে দাঁড়ানোর জৌলস হারিয়ে সহজ অঙ্কে রূপ নিয়েছিল নির্বাচন। তাই, নির্বাচন কমিশনারের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিলেন গ্রিন সিগন্যাল পাওয়া সেসব অলিখিত পরিচালকরা। এছাড়া ক্যাটাগরি-৩-এ একটি পদের বিপরীতে দুইজন প্রার্থী লড়ছেন।
বিসিবির এবারের নির্বাচনে কে সভাপতি হচ্ছেন, সেটাও আচঁ করতে পারছেন ক্রীড়াপ্রেমীরা। কেননা, তামিম ইকবালের সরে দাঁড়ানোয় সভাপতির পদে আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। ফলে শুরুতে যে উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতার আমেজ ছিল, নির্বাচন যত শেষের দিকে এসে ক্রমেই ফিকে হয়ে যায়। এছাড়া সিনিয়র সহ-সভাপতির নাজমুল আবেদিন ফাহিমের বসার বিষয়টি নিশ্চিত হলেও আরেক সহ-সভাপতি কে হতে যাচ্ছেন, তা নিয়ে স্পষ্ট কিছুই জানা যায়নি। গুঞ্জন উঠেছে, সাবেক সভাপতি ফারুক আহমেদ এই পদে আসতে পারেন। সবমিলিয়ে রঙহীন বিসিবি নির্বাচনের শেষটা দেখার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।