Image description

আওয়ামী লীগ সরকারের সময় আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন চলতি সপ্তাহের মধ্যেই জমা দেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ‘এই সপ্তাহেই গুমের মামলাগুলো নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, আপনারা তা দেখতে পাবেন। আমরা আজ এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না।’

সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গুম ও মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত বিচার কার্যক্রমে বিলম্ব নিয়ে জনমনে থাকা উদ্বেগের বিষয়ে তিনি বলেন, ‘তদন্তের প্রয়োজনীয় সময় অতিবাহিত হয়েছে। এখন একের পর এক মামলার তদন্ত প্রতিবেদন আসছে, ফরমাল চার্জ গঠন হচ্ছে, বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। অনেকগুলো মামলা বিচারিক পর্যায়ের চূড়ান্ত ধাপে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও নৃশংস হত্যাকাণ্ডের বিচার নিয়ে জাতির যে প্রত্যাশা, তা পূরণের পথে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আশা করছি, ন্যায়বিচার সময়মতো সম্পন্ন হবে।’

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদেরের মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সবকিছু একসঙ্গে হবে না। ধাপে ধাপে সব মামলা এগিয়ে চলবে। প্রতিটি মামলাই এখন ম্যাচিউর (পরিপক্ব) পর্যায়ে আছে। যথাসময়ে বিচারিক ফলাফল পাওয়া যাবে।’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘কেউ বিচার এড়িয়ে যাবেন, এমনটা ভাবার সুযোগ নেই। দায়মুক্তি বা পালিয়ে গিয়ে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। ন্যায়বিচার তার নিজস্ব গতিতে চলবে এবং শেষ পর্যন্ত প্রত্যেক অপরাধীকে বিচারের মুখোমুখি হতে হবে।’

গুম মামলাগুলোর বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, ‘এগুলো জটিল (কমপ্লেক্স) মামলা হওয়ায় প্রতিটি খুঁটিনাটি বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। তবে প্রধান কয়েকটি গুম মামলার তদন্ত ইতোমধ্যে শেষ হয়েছে এবং এই সপ্তাহেই তাদের প্রতিবেদন দাখিল করা হবে, ইনশাআল্লাহ।’

এ বিষয়ে একজন সাংবাদিক জানতে চান, এসব মামলায় কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আসছে? জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘বাকিটা আপনারা দেখবেন।’