
চলতি বছরেই এক ভিসার মাধ্যমে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত ছয় দেশে ভ্রমণের সুযোগ চালু হতে যাচ্ছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রী এবং আমিরাত পর্যটন কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তৌক আল মারি।
তিনি বলেন, শেনজেন-স্টাইলের ভিসার অনুরূপ একীভূত জিসিসি পর্যটন ভিসা পর্যটকদের ছয়টি জিসিসি দেশ ভ্রমণের সুযোগ করে দেয়। এটি ‘গভীর আঞ্চলিক একীকরণের দিকে একটি কৌশলগত পদক্ষেপ এবং একক পর্যটন গন্তব্য হিসেবে উপসাগরের সম্মিলিত আবেদন বৃদ্ধি করবে’।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদ সংস্থা ওয়ামের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভিসার সম্পূর্ণ বাস্তবায়ন - যা জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা নামেও পরিচিত - পরবর্তী পর্যায়ে চালু করা হবে। তবে মন্ত্রী একক জিসিসি ভিসা চালুর সঠিক তারিখ প্রকাশ করেননি।
গত ১৬ জুন, ২০২৫ তারিখে, আল মারি খালিজ টাইমসকে এক সাক্ষাৎকারে বলেন যে, জিসিসি একক পর্যটন ভিসা অনুমোদিত হয়েছে এবং ‘শীঘ্রই’ চালু করা হবে।
জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা বিদেশী পর্যটকদের একক ভিসায় সংযুক্ত আরব আমিরাত, সউদী আরব, বাহরাইন, কাতার, ওমান এবং কুয়েত ভ্রমণের অনুমতি দেবে। ভিসার খরচ এবং সময়কাল এখনও প্রকাশ করা হয়নি। সূত্র: খালিজ টাইমস।