
ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ক্যাম্পাসে ফের কমিটি ঘোষণা করেছে বাংলাদশে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজে আংশিক কমিটি অনুমোদনের ছবি প্রকাশ করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ কমিটি অনুমোদন দেন।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রদলের সভাপতির পদ পেয়েছেন জামিরুল ইসলাম জামিল ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মো. আব্দুল কাদের।ডুয়েটের কমিটিতে মোট ৩১ জনকে পদ দেওয়া হয়েছে। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
এর আগে চলতি বছরের মার্চ মাসে ডুয়েটে আশরাফুল হককে সভাপতি এবং জামিরুল ইসলাম জামিলকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যের ডুয়েট ছাত্রদলের কমিটি ঘোষণা করে ছাত্রদল। কমিটিতে ছাত্রশিবির, অছাত্র ও ছাত্রলীগকে স্থান দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে সভাপতিসহ ১৫ নেতা পদত্যাগ করেন।