
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলটিকে শাপলা প্রতীক না দিয়ে আলমিরা, উটপাখি, কাপ-পিরিচ ও থালাবাটির মতো ‘হাস্যকর প্রতীক’ দেওয়ার অভিযোগ তুলেছে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা নিবন্ধন সংক্রান্ত চিঠি পেয়েছি। সেখানে আমাদের জন্য আলমিরা, উটপাখি, কাপ-পিরিচ, থালাবাটি-এ ধরনের প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। এগুলো খুবই হাস্যকর। ইসি আমাদের সঙ্গে স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে।
তিনি আরও বলেন, আমরা আগেই জানিয়েছিলাম, এনসিপির শাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই। ইসিরও অন্য কোনো চাপ অনুভব করার কথা নয়। গণঅভ্যুত্থানের পর আমরা স্বাধীন নির্বাচন কমিশনের দাবি তুলেছিলাম। কিন্তু বর্তমান কমিশন একদলীয় অফিসে পরিণত হয়েছে। তাদের কার্যক্রম সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছে।
তাঁর অভিযোগ, অন্যান্য রাজনৈতিক দলের প্রতীক জাতীয় প্রতীকের উপাদান থেকে নেওয়া হলেও শুধু এনসিপির ক্ষেত্রেই আপত্তি তোলা হচ্ছে। তিনি বলেন, প্রতীক না পেলে আমরা কী করব? জনগণকে সঙ্গে নিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে আমরা সংগ্রাম চালিয়ে যাব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন ‘জাতীয় লীগ’ নামে একটি দলের নিবন্ধনের প্রসঙ্গ টেনে বলেন, দলটি নিবন্ধন পেতে যাচ্ছে, অথচ আমরা এ পর্যন্ত তাদের কোনো মিছিল, সভা বা সেমিনার দেখিনি। এসব কারণে ইসির প্রতি আমাদের সন্দেহ আরও বেড়েছে। এ সময় তিনি আওয়ামী লীগ আমলে নিবন্ধন পাওয়া দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি জানান।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।