
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার সুযোগ নেই। এনসিপিতে যোগ দিতে হলে সদস্য ফরম পূরণ করতে হবে। এছাড়া, নির্বাচনেও এনসিপির হয়েই দাঁড়াতে হবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে প্রতীক ইস্যুতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শাপলা পেতে কোন আইনি বাঁধা দেখছি না। এখানে ইসি স্বৈরাচারী ও বৈষম্যমূলক আচরণ করেছে। প্রতীক প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না। ব্যাখ্যা দিয়েই কমিশনকে যেতে হবে। এ সময় দলটির চিঠির সমাধান না করে কমিশন থেকে চিঠি পাঠানোকে অসাংবিধানিক বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির অনেক নেতা ভারতের পক্ষে কথা বলছে। সেনাবাহিনী, বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ একপক্ষ। বিএনপিকে জনগণের কাতারে আসা উচিত।