
নয় বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগোতে আসছে বড় ধরনের পরিবর্তন। দলের পক্ষ থেকে বলা হচ্ছে, "জন-আকাঙ্ক্ষা ও সময়ের প্রেক্ষাপটে" নতুন লোগো উন্মোচন করা হবে শিগগিরই। তবে লোগো থেকে ‘আল্লাহ’ শব্দ এবং কোরআনের আয়াত ‘আকিমুদ্দীন’ বাদ যাওয়াকে কেন্দ্র করে ইতোমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক—জামায়াত কি তবে ইসলামী রাজনীতি থেকে সরে আসছে?
বিতর্কের সূত্রপাত গত ২৮ সেপ্টেম্বর। ঢাকায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ও স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক ছবি—যেখানে জামায়াতের নতুন লোগো স্পষ্ট দেখা যায়। জাতীয় পতাকার রঙের আদলে তৈরি এই লোগোতে নেই 'আল্লাহ' ও 'আকিমুদ্দীন' শব্দদ্বয়। ছবি প্রকাশের পর থেকেই শুরু হয় আলোচনার ঝড়।
নেটিজেন থেকে রাজনৈতিক বিশ্লেষক—সবাই বলছেন, জামায়াত কি তবে নিজস্ব আদর্শিক অবস্থান থেকে পিছিয়ে আসছে?
সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন, আগামী নির্বাচনে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং 'মৌলবাদী' ট্যাগ এড়াতেই কি এই পরিবর্তন? কেউ কেউ লিখেছেন, পুরনো লোগোর মাঝে ছিল ঐতিহ্য, ভাবগাম্ভীর্য এবং ইসলামী আদর্শের ছাপ। সেখান থেকে সরে এসে ‘সাম্যতা’ বা ‘মানবিক মর্যাদা’র মতো শব্দে কি জামায়াত নতুন কোন আদর্শের খোঁজ করছে?কেউ লিখেছেন, ডাকসু ও জাকসু নির্বাচনে ভালো ফলের পর সেই কৌশল জাতীয় রাজনীতিতে প্রয়োগ করতেই কি এ পরিবর্তন? কেউ বলছেন, বিএনপির সঙ্গে দূরত্ব এবং আন্তর্জাতিক মহলের চাপও এ পরিবর্তনের পেছনে কারণ হতে পারে।
তবে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন লোগো এখনো চূড়ান্ত নয়। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন,
"আমরা বিভিন্ন লোগো ডিজাইন ট্রায়াল হিসেবে তৈরি করছি। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মানুষের কাছে গ্রহণযোগ্য ও সময়োপযোগী একটি প্রতীক তৈরি করতেই এই উদ্যোগ।"
তিনি আরও বলেন, "আমরা চাই এই লোগোর মাধ্যমে সাম্যতা, মানবিক মর্যাদা, অধিকার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার বার্তা দিতে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, “আপনি যত ব্যাখ্যাই দিন না কেন, যারা জামায়াতে আসেন ধর্মীয় কারণে, তাদের কাছে আপনাকে জবাব দিতে হবে। আদর্শে পরিবর্তন না এনে কেবল প্রতীকের বদল করলে তা বুমেরাং হতে পারে।”
তিনি মনে করেন, আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং দেশের রাজনৈতিক বাস্তবতা মাথায় রেখেই জামায়াত এই সিদ্ধান্ত নিতে পারে, তবে এটিকে ‘চতুর রাজনৈতিক ব্র্যান্ডিং’ হিসেবে দেখলেও—মাঠপর্যায়ে কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় থেকেই যায়।
নতুন লোগোর চূড়ান্ত রূপ এখনো প্রকাশ না হলেও, এটি যে দলের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের বার্তা দিচ্ছে—তা আর বলার অপেক্ষা রাখে না। আদর্শের জায়গা থেকে সরে এসে কি জামায়াত একটি নতুন কৌশলে ঢুকছে? নাকি এটি কেবল একটি চেহারাগত পরিবর্তন? সময়ই বলবে।
শীর্ষনিউজ