
গাঁজাসহ ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্মআহবায়ক জাহিদ হোসেন সাগরের গ্রেপ্তারের ঘটনায় সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ফেনী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলার অধীনফেনী সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল আবেদীন সাগর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকায় তার সাংগঠনিক পদ সাংগঠনিক সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হল। ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
এর আগে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শহরতলীর লালপোল বেদেপল্লী সংলগ্ন মাদ্রাসা রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা নিয়ে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্মআহবায়ক জাহিদ হোসেন সাগরসহ (২৬) চার মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল হোসেন তমাল ও ফারাজ হাবিব খান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।