Image description
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, “দেশে অদ্ভুত সব ঘটনা ঘটছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের ক্যান্টিন ম্যানেজারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু সেই টাকা নাকি জামায়াতের বায়তুলমালে জমা দেওয়া হয়েছে। ক্যান্টিন ম্যানেজারকে জরিমানা করার কোনো অধিকার ডাকসু বা হল সংসদের ভিপি ও জিএসদের নেই। এটি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব।”
 
রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদই বাংলাদেশ রাষ্ট্রের বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক বইয়ের ওপর আলোচনা সভায় রিজভী এসব মন্তব্য করেন।
 
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় লেজুড়বৃত্তি চলছে, যা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। অথচ সেখানে একটি বিশেষ ছাত্র সংগঠনকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাখা হয়েছে।”
 
রিজভী অভিযোগ করেন, “দেশের মিডিয়া বিএনপিকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে। বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্র করছে। বালুমহাল, সিলেটের পাথর লুটপাট, দেশজুড়ে বিভিন্ন নারী কেলেঙ্কারি—সবখানেই জামায়াত নেতাদের নাম উঠে আসে। বিএনপির কারো নাম আসলেই আমরা সঙ্গে সঙ্গে তাকে দল থেকে বহিষ্কার করি, কিন্তু সেই খবর মিডিয়া এড়িয়ে যাচ্ছে।”
 
এছাড়া রিজভী বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে ‘জাতীয়তা বাংলাদেশি’ পরিচয় দিয়েছেন। এটি তাঁর একটি অমর অবদান। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভ্যানিটি ব্যাগে জিয়াউর রহমানের দেওয়া এই পরিচয় বহন করে চলেছেন।”