Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জাতীয় পার্টি ও ১৪ দল ফ্যাসিস্ট শাসকদের যেভাবে সহযোগিতা করেছে, তাতে তাদের পরিণতিও ফ্যাসিস্টদের মতোই হবে। তিনি বলেন, অতীতের নির্বাচনে মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পায়নি, তাই আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরীর নগর ভবন চত্বরে জামায়াতের কেন্দ্র ঘোষিত ৫ দফা গণ দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির মাধ্যমে ভোটের মূল্যায়ন নিশ্চিত হবে। দেশের জনগণ এই পদ্ধতি চায়। স্বচ্ছ ও জনবান্ধব নির্বাচন আয়োজনের জন্য পিআর পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমরা বিচার চাই। যারা অপরাধ করেছে, তাদের শাস্তি হতে হবে। সেই বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেশের সব অনিয়ম দূর হবে। নির্বাচনকে সবার জন্য সমান সুযোগের করতে হবে। একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থা গড়তে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা জরুরি।

অধ্যাপক মুজিব ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, আমাদের সবাইকে ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়াতে হবে।

একইসঙ্গে তিনি কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির পক্ষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।