Image description

মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেছেন, শেখ হাসিনা বিশ্বাসঘাতক বেইমান, ভণ্ড, প্রতারক সে জাতির সঙ্গে বেইমানি করেছেন, দলের সঙ্গেও বেইমানি করেছেন। যারা নৌকায় ভোট দিতেন সেই নৌকা কিন্তু এখন আর নাই, নৌকা রয়ে গেছে মাঝি নাই, নৌকা ডুবাই দিয়া মাঝি পালাইছে। আমরা সকলকে অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ি। আমাদের মার্কা যদি থাকে ধানের শীষ, তবে আমরা বেইমান হবো না।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুরের পৌর শহরের জুলি ও কুরী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মাদারীপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া বলেন, আপনারা হয়তো মনে করেছেন আগামী নির্বাচন হয়তো খুব সহজভাবে পার হওয়া যাবে, এই ধারণা মুছে ফেলতে হবে, আগামী নির্বাচন অত্যন্ত কঠিন এবং কঠোরভাবে নির্বাচন হবে। ২০২৬ সালে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে বিজয়ী হতে হলে চাঁদাবাজি চলবে না, জমি দখল চলবে না, থানার দালালি চলবে না। জনগণের কাছে যেতে হবে, মা-বোনদের কাছে যেতে হবে, ধানের শীষে ভোট চাইতে হবে। জনগণের ভালোবাসা ছাড়া বিএনপিকে ক্ষমতায় আনা যাবে না, ধানের শীষের প্রার্থীকে বিজয় করা যাবে না। দল যাকে ধানের শীষে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই নির্বাচন করব। ব্যক্তি রাজনীতিতে আমরা বিশ্বাসী না, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা ধানের শীষে বিশ্বাসী। আমাদের মার্কা একটাই সেটা ধানের শীষ। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, সদর উপজেলা বিএন‌পির সদস্য সচিব গাউস উর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান প্রমুখ।