
জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার একটি মিছিলকে আওয়ামী লীগের মিছিল হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটি ‘মিথ্যা’ বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ।
সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত এবং লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ জানিয়েছে, ভিডিওটির সত্যতা যাচাইয়ে দেখা যায় এটি ২০২৫ সালের নয়, বরং ২০২৪ সালের ১১ জুলাই রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধারণ করা।
ভিডিওতে লেখা ছিল, "আওয়ামী লীগের জোয়ার রাজপথে বাড়ছে (১৪.০৯.২০২৫)"—যা বিভ্রান্তিকর। ফ্যাক্টওয়াচ টিম ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে মূল উৎস শনাক্ত করে, যা ২০২৪ সালের একটি ফেসবুক পোস্টের সঙ্গে মিলে যায়। পোস্টটিতে দেখা যায়, শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছে, যা ঐদিনের গণমাধ্যম প্রতিবেদনেও উঠে আসে।
একুশে টিভি এবং প্রথম আলো ওইদিনের প্রতিবেদনে শিক্ষার্থীদের শাহবাগে অবস্থানের বিষয়টি তুলে ধরে। সেই প্রতিবেদনের ছবি ও ভিডিওর সঙ্গে বিতর্কিত ভিডিওটির মিল পাওয়া যায়।
ফ্যাক্টওয়াচ বলছে, এটি স্পষ্টভাবে প্রমাণিত যে ভিডিওটি আওয়ামী লীগের মিছিল নয়, বরং এটি ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ। ফলে ফেসবুকে প্রচারিত তথ্যগুলো মিথ্যা ও বিভ্রান্তিকর।
প্রতিষ্ঠানটি আরও জানায়, সাম্প্রতিক সময়ে ভুয়া খবর, গুজব ও ভিডিও ছড়ানোর প্রবণতা বাড়ছে। এসব প্রতিরোধে ফ্যাক্ট চেক করে সঠিক তথ্য তুলে ধরার কাজ করে যাচ্ছে তারা।
শীর্ষনিউজ