Image description

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নে এক নারীসহ অনৈতিক অবস্থায় ইউনিয়ন বিএনপির এক নেতাকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। শনিবার রাত ৯টার দিকে চরআফজল এলাকার বাকের সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে পুরো গ্রামে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শনি সারোয়ার দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন। শনিবার রাতে একই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এরপর বাড়ির লোকজন ও এলাকাবাসী তাকে নারীসহ হাতে-নাতে আটক করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো চরগাজী ইউনিয়নে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, একজন রাজনৈতিক নেতার এমন কর্মকাণ্ড অত্যন্ত লজ্জাজনক ও অনৈতিক। তারা দ্রুত তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।