
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী শচীন্দ্র কলেজে সাধারণ শিক্ষার্থীদের নামে টানানো হয়েছে ব্যানার। তাতে লেখা রয়েছে– শচীন্দ্র কলেজে ছাত্রলীগ, ছাত্রদল ও শিবিরের প্রবেশ নিষেধ। এ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় বইছে।
শুক্রবার এমন তথ্য পাওয়ার পর কলেজ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, কলেজের প্রবেশমুখেই ব্যানারটি টানানো। কে বা কারা সেটি টানিয়েছে, এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানা যায়নি।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই কলেজে ছাত্র রাজনীতি বন্ধ ছিল। ২০১৮ সাল থেকে ছাত্রলীগের হাত ধরে সেখানে ছাত্র রাজনীতি শুরু হয়। প্রকাশ্যে কার্যক্রম না থাকলেও সহ-পাঠক্রমিক কার্যক্রমের আড়ালে ছাত্রলীগ তাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছিল।
সম্প্রতি পট পরিবর্তনের পর হবিগঞ্জ জেলা ছাত্রদল শচীন্দ্র কলেজসহ উপজেলার বেশ কয়েকটি কলেজ ও মাদ্রাসায় তাদের কমিটি ঘোষণা করে। শচীন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি শাহজাদ হোসেন রাকিব বলেন, যারা ব্যানার টানিয়েছে, তারা ছাত্রলীগের নেতাকর্মী। তাদের কার্যক্রম সরকার নিষিদ্ধ করার পর অন্যদের সুস্থ রাজনীতিচর্চা বন্ধ করার পাঁয়তারা করছে।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ আহমদ রিঙ্গন জানান, যারা ব্যানার টানিয়েছে, প্রত্যেকেরই রাজনৈতিক পরিচয় আছে। এই কলেজে ছাত্রদলের কমিটি রয়েছে। তারা ছাত্রদের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে।
কলেজের অধ্যক্ষ এএসএম মনিরুল ইসলাম বলেন, কলেজটি প্রতিষ্ঠাকাল থেকে রাজনীতিমুক্ত। ব্যানার টানানোর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। কলেজের গভর্নিং বডির সভাপতি মনজুর উদ্দিন আহমদ শাহীন বলেন, শুরু থেকেই কলেজটি ছাত্র রাজনীতিমুক্ত ছিল।