
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নবনির্বাচিত নেতারা মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেছেন। বৃহস্পতিবার সকালে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে, জুলাই শহীদদের গণকবরের সামনে দাঁড়িয়ে তারা প্যানেলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে তারা বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গঠনে কাজ করবেন।
নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণকারী সবার ইশতেহার বাস্তবায়নে আমরা শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করব।’
অপরদিকে নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন, ‘শহীদদের আত্মত্যাগ আমরা কাজে পরিণত করার চেষ্টা করব। হিজাব ইস্যুতে ভারতীয় গণমাধ্যম নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।’
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়সঙ্গত, অংশগ্রহণমূলক ও বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব হবে।