
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলামী ছাত্র আন্দোলন এমন এক ক্যারিয়ার করতে চায় যার ভিত্তিতে তারা সংসদও চালাবে, কবরেও নাজাত পাবে। সে নিজে গড়তে চায়, সমাজকেও গড়তে চায়। তাকে দেখার সাথে সাথে মনে হবে সে একজন নবীর সৈনিক। তাদের চেহারার দিকে তাকালেই আল্লাহর কথা মনে পড়বে। ইসলামী ছাত্র আন্দোলন দুনিয়াতেও যেমন সর্বোচ্চ আসনে আসীন থাকবে, আখেরাতেও সর্বোচ্চ মর্যাদা লাভ করবে ইনশাল্লাহ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত 'ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স ২০২৫' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শায়েখে চরমোনাই বলেন, আমরাই হুংকার দেব, আমরাই আসতে কথা বলব। আমরাই কান্নাকাটি করব আমরাই সেজদায় পড়ে থাকব। আমরাই রুকু দেব আবার আমরাই বেইমানদের বিরুদ্ধে বুক উঁচু করে দাঁড়িয়ে যাবো। মানুষের আকৃতির নাম মানুষ না, চেহারার নাম মানুষ না। ফেরাউনের চেহারার আকৃতি এরকমই ছিল। আবু লাহাবের চেহারাও আকর্ষণীয় ছিল। আমাদের চাহিদাও আছে, জ্ঞানও আছে। আমাদের বিচারবুদ্ধি আছে। যে মানুষ চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারবে সে ফেরেশতাদের চেয়েও দামি হয়ে যাবে। যে তার চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে পশুর চেয়েও খারাপ হয়ে যাবে। ইসলামের যতগুলো দিক আছে, প্রতিটি দিক ই আপনাদের পালন করতে হবে।
তিনি আরও বলেন, আমরা মনে করি ঈমান এনেছি এটাই যথেষ্ট কিন্তু এটা আমাদের ভূল ধারণা। যদি এমনই হতো তাহলে নবীরা এত সাধনা কেন করেছেন? তারা এত ত্যাগ কেন করেছেন? এক জান্নাত থেকে আরেক জান্নাতের পার্থক্য, আসমান থেকে জমিনের পার্থক্যের মতো। ভালো ছাত্র শুধু পাশ করার চিন্তা করতে পারে না। শুধু পাশ করার চিন্তা করলে ফেল করবা। আর যদি গোল্ডেন এ প্লাস পাওয়ার চিন্তা করো তাহলে অন্তত এপ্লাস তো পাবাই। সেরকম আমরা যদি জান্নাতুল ফেরদাউসে যাওয়ার চিন্তা করি, আল্লাহ পাক কবুল করলে জান্নাতুল ফেরদাউসে যেতে পারি নইলে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনারা ক্যারিয়ার বলতে যা ভাবেন সেটা কি আপনাদের পুলসিরাত পাড়ি দিতে সাহায্য করবে? আমাদের ক্যারিয়ার হতে হবে নবী (সঃ) এর আদর্শের মতো। আল্লাহর কর্তৃত্ব ও নবীর নেতৃত্ব আমাদের অনুসরণীয় হবে। এই ক্যারিয়ার আমাকে দুনিয়াতেও ভালো রাখবে, কিয়ামতের ময়দানেও ভালো রাখবে।
এদিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইবির সভাপতি ইসমাইল হোসেন রাহাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বিয়ের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভা ইউসুফ আহমদ মনসুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার খান ও ঝিনাইদহ জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মো: নুর আলম বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব আহম্মদ আলী, ঝিনাইদহ জেলার সভাপতি ডা. এইচ এম মোতাজুল করিম, কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মো: আশিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাও: আহমাদ আব্দুল জলিল, অ্যাসিস্টেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জমারত আলী এবং ঢাবি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হিরা সরকার।