Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) বলেছেন, ‘তাদের আকঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করাই আমাদের মূল কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা শুরু করতে চাই। এখানেই জুলাই বিপ্লব শুরু হয় এবং সফলতার সঙ্গে আমরা শেষ করতে পেরেছি। মুক্তিকামী ছাত্র-জনতাসহ সবার কাছে দোয়া চাই। শিক্ষার্থীরা যেকোনও সময় আমাদেরকে প্রশ্ন করতে পারবে। আমাদের কাজ হচ্ছে কাজ করা।’

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর রায়েরবাজারে জুলাই শহীদ ও একাত্তরের শহীদদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন ডাকসু ভিপি। এর মাধ্যমে নির্বাচনে বিজয়ী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল তাদের কার্যক্রম শুরু করল। তবে ছাত্র সংসদের মূল কাজ দায়িত্ব নেওয়ার পর শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

সাদিক কায়েম বলেন, ‘তারা প্রশ্ন করবে, আমরা কাজ করব। আমাদের যে সময় আছে, আশা করছি সে সময়েরর মধ্যে শহীদ, জুলাইয়ের যে আকঙ্ক্ষা, সে অনুযায়ী ক্যাম্পাসকে আমরা সাজাব। আমাদের লক্ষ্য, স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করা।’

তিনি বলেন, শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। তারা আমাদের রাস্তা দেখিয়েছে। শহীদদের আমানত, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা। সেই স্পিরিট পুনর্জাগনে আমরা শহীদদের কবর জিয়ারত করতে এসেছি। আমরা সব শহীদ পরিবারে যাওয়ার চেষ্টা করব, ফোনেও কথা বলার চেষ্টা করেছি। জুলাইয়ে শহীদদের পরিবারই আমাদের পরিবার।’

ভিপি বলেন, ‘জুলাই শহীদদের আকঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্যে। জুলাই বিপ্লবে যে দুই হাজার ভাই-বোন শহীদ হয়েছেন, তাদের প্রত্যাশাগুলো পূরণ করাই আমাদের মূল কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আমরা সেটা শুরু করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়েই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের চমৎকার নমুনা আমরা হাজির করতে চাই। এটা সারা দেশে ছড়িয়ে দিতে চাই।’

এ সময় সাধারণ সম্পাদক (জিএস) পদে একই প্যানেল থেকে জয়ী এস এম ফরহাদ বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিদের কাজ শুরু হবে আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর। সেটি দ্বিতীয় পর্ব। এর আগে আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণ করছি। এখানে শতাধিক কবরের জুলাই শহীদের অনেকে চিহ্নিত না। ৭১ এর শহীদদেরও কবর জিয়ারত করব। তাদের জন্য দোয়া করেছি। এরপর থেকেই আমরা প্যানেলের কার্যক্রম শুরু করব।’

তিনি বলেন, ‘সবার সঙ্গে কথা বলব। তবে আমাদের কার্যক্রম কখন শুরু হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। জুলাই শহীদদের যে আমানত আমাদের ওপর অর্পিত হয়েছে, সুন্দর ক্যাম্পাস গড়ার জন্য, তাদের আত্মত্যাগের মূল্য যাতে আমরা আমাদের কাজের মাধ্যমে দিতে পারি। শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে আমরা সেটি যাতে জারি রাখতে পারি।’

এ সময় সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত মুহিউদ্দিন খানসহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে নির্বাহিত নেতারা উপস্থিত ছিলেন।