Image description

গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শিবির সমর্থিত প্যানেলের অধিকাংশরা বিজয় অর্জন করেছেন। কিন্তু এ নির্বাচনকে কখনোই ‘সুষ্ঠু’ বলে মানবেন না বামপন্থি সংগঠন সমর্থিত প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ -এর পরাজিত ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন। 

ফেসবুকে পোস্টে তিনি বলেন, আমার ডাকসু জার্নিতে গণমাধ্যমকর্মীদের সাপোর্ট আমার মনে থাকবে। তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপাতত কোনো মন্তব্য বা মতামত ডাকসু নিয়ে আমি দিতে চাইনা। 

ডাকসু নির্বাচনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে ইমি বলেন, আমার ব্যক্তিগত দুইটা বক্তব্য জাস্ট আমি এইখানে উত্থাপন করছি- এই ইলেকশনকে আমি সুষ্ঠু বলে কখনোই মানব না; কারচুপি, ইঞ্জিনিয়ারিং, ভোট রিগিং যাই বলা হোক না কেন- এই নির্বাচন প্রশ্নবিদ্ধ; আমি ব্যক্তিগত জায়গা থেকে এই নির্বাচন বর্জন করেছি।

তিনি বলেন, কয়টা দিন নিজেকে সময় দেয়া দরকার। আত্মসমালোচনা এবং বিশ্লেষণ দরকার। সেই সময়টুকু আমি সবার থেকে চেয়ে নিচ্ছি। ফোন রিসিভ না করলে কিংবা মেসেজের রিপ্লাই না দিলে প্লিজ কেউ কষ্ট পাবেন না।

আক্ষেপ প্রকাশ করে শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, এতজন পাকিস্তান বিদ্বেষী বাংলাদেশী নাগরিক, যাকে শুধু হারতে দেখানো না, চরমভাবে অপদস্ত হতে দেখানোটাও কোনো কোনো মৌলবাদীদের অস্তিত্বের জন্য অত্যাবশকীয় হয়ে উঠেছিল।