
এনসিপিতে সশস্ত্র বাহিনীর প্রতি অশ্রদ্ধা এবং নিজস্ব বলয়ের জন্য আমরা পদত্যাগ করছি বলে জানান যুগ্ম মুখ্য সংগঠক মেজর ( অব.) আব্দুল্লাহ আল মাহমুদ।
বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কোন রাজনৈতিক দলে যদি পরমতসহিষ্ণুতা না থাকে সেই দল বেশি দূর এগিয়ে যেতে পারে না বলেও অভিযোগ করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, এনসিপিতে নিজস্ব বলয় তৈরি হয়েছে, এর বাইরে তারা কোন মত শুনতে নারাজ। এবং দুঃখের সহিত বলতে বাধ্য হচ্ছি তারা( এনসিপি কেন্দ্রীয় নেতৃত্ব) এনসপিতে কোন সশস্ত্র বাহিনীর সদস্যদের শূন্য করে দিতে চাই। তারা চাই না এতে সামরিক বাহিনীর কোন সদস্য থাকুক।
নিজেদের পছন্দসই কাজ করে, অন্যদেরকে দলে কোন ভূমিকা রাখতে দিতে চাই না। তাই সরে যাচ্ছি। আমরা দুজনই প্রাক্তন সেনা সদস্য এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বে ছিলাম, এখন আমরা আর থাকছি না। এখানে কাজ করার মত অবস্থা নেই।
তিনি আরও বলেন, আমাদের আস্থা ও বিশ্বাস ছিল দলটি রাজনৈতিক ভাবে গণতান্ত্রিকমনা হবে, কিন্তু দুঃখজনক এনসিপিতে তা অনুপস্থিত। আমরা রাজনৈতিক অভিলাষ নিয়ে এখানে যোগ দেয়নি। নতুন বন্ধবস্তের আশায় এখানে যোগ দিয়েছিলাম। আশা ছিল দেশকে বিনির্মানে তাদের ( এনসিপি) অংশীজন হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কিন্তু তা আর সম্ভব হয়নি বিধায় সরে যাচ্ছি।
সশস্ত্র বাহিনীরকে অসম্মান করে প্রতিনিয়ত কথা সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে এবং নিজস্ব চিন্তার বাইরে অন্যদের মতের প্রতি অশ্রদ্ধার জন্যই আমরা সরে দাড়াচ্ছি আমরা দুইজন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য। এনসিপিতে আজ থেকে আমরা আর নেই।
শীর্ষনিউজ