Image description

ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি ভোট প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

 

নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন, এই প্রহসন প্রত্যাখ্যান করলাম: আবিদ

এতে তিনি বলেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।

আবিদুলের এই পোস্টের আগেই অন্তত তিনটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বড় ব্যবধানে এগিয়ে আছেন।