Image description

হবিগঞ্জের বাহুবলে ১৭ মামলার আসামি জামাল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে লাশ মর্গে পাঠিয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত জামাল মিয়া নোয়াগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে।

নিহতের স্ত্রী জানান, বুধবার ভোর ৪টার দিকে ১০/১২ জনের একদল লোক ঘরে প্রবেশ করে তাকেসহ ঘর থেকে বের করে নিয়ে আসে। সে তাদের কাছ থেকে ছুটে গেলেও তার স্বামীকে বাড়ি থেকে একটু দূরে ধানের জমিতে ফেলে গলা কেটে হত্যা করা হয়। এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নামও প্রকাশ করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে শিবলু নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃত ডাকাত শিবলু উপজেলার মিরপুর বাজারের বাসিন্দা টেনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বাহুবল মডেল থানার ১২টি মামলা রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম কালবেলাকে বলেন, নিহত ডাকাত জামালের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় ১৭টি ডাকাতি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।