Image description
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে ‘ফলাফল’ নামে নানা তথ্য প্রকাশ করা হচ্ছে।

আবু সালেহ মুসা নামে এক ফেসবুক ব্যবহারকারী পোস্টে দাবি করেছেন, শামসুন্নাহার হলে ছাত্রদলের প্রার্থী আবিদ পেয়েছেন ৯৯৫ ভোট এবং ছাত্রশিবিরের প্রার্থী সাদিক পেয়েছেন ৮৯৯ ভোট। এছাড়া জগন্নাথ হলে আবিদ পেয়েছেন ৮২৯ ভোট ও সাদিক পেয়েছেন ৪০৯ ভোট। দুই কেন্দ্রের ফলাফলে ৫১৫ ভোটে এগিয়ে রয়েছেন আবিদ বলে উল্লেখ করেন তিনি।

 

অন্যদিকে ভিপি প্রার্থী আবদুল ওয়াহেদ নিজেই এক পোস্টে দাবি করেছেন, শহীদুল্লাহ হলে ১২০০ এর বেশি ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে সাদিক কায়েম ৮০০+, এসএম ফরহাদ ৬৫০+ এবং মহিউদ্দিন ৮০০+ ভোট পেয়েছেন।

 

এছাড়া ‘জিয়া সাইবার ফোর্স’ নামের একটি ফেসবুক পেজে বলা হয়েছে, জগন্নাথ হলে মোট ভোটার সংখ্যা ২২২৫ জন। সেখানে ভিপি পদে আবিদ পেয়েছেন ৮২৯ ভোট এবং সাদিক কায়েম পেয়েছেন ৪০৯ ভোট।

শিক্ষার্থীদের অভিযোগ, এভাবে উদ্দেশ্যমূলকভাবে ভুয়া তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

এ বিষয়ে ডাকসুর নির্বাচন কমিশনার বলেন, “ভোট গণনা চলমান আছে। এখন পর্যন্ত কোনো ফলাফল প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।”