
ডাকসু নির্বাচনে ছাত্রদল-শিবির ও জামায়াত-বিএনপির মধ্যে ক্ষমতার ভাগাভাগি হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে আব্দুল কাদের বলেন, ‘ছাত্রদল-শিবির ও জামায়াত-বিএনপির ক্ষমতা ভাগাভাগি হয়েছে আজ, ছাত্রসংসদ নির্বাচন হয়নি। এই দুই দলের ক্ষমতা ভাগাভাগির কাজে লিপ্ত ছিল ভিসি-প্রক্টর এবং প্রভোস্ট-ডিনরা।’
তিনি আরও বলেন, ‘অথচ এই ভিসি, প্রক্টর, ডিন, প্রভোস্ট সবাই শিক্ষার্থীদের রক্ত মাড়িয়ে চেয়ারে বসেছেন। চেয়ারে বসে শিক্ষার্থীদের দিকটা জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক দলের গোলাম হয়ে তাঁবেদারি করছেন।’
এর আগে এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা এমন ডাকসু নির্বাচন চাই নাই, যেখানে শিবির, ছাত্রদল আর বিএনপি-জামায়াত মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে।’
তিনি আরও লেখেন, ‘নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাগাভাগি করে শিবির-ছাত্রদলকে নির্বাচনে কারচুপি ও অনিয়মে সহযোগিতা করেছে।’