
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট শুরুর আগেই কেন্দ্রে হাজির হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি (সহ-সভাপতি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তিনি ভোটকেন্দ্র এলাকায় আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেকে ভোট শুরুর আগেই কেন্দ্রে লাইনে দাঁড়ান।
ভোট শুরুর আগে সকাল ৭টা ৪০ মিনিটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবিদুল ইসলাম খান। তিনি বলেন, ‘ভোটগ্রহণ শুরুর পর বোঝা যাবে পরিবেশ কেমন থাকে। তবে আমি মনে করি, আজ বাংলাদেশের গণতন্ত্র চর্চায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।’
এদিকে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীজোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক কায়েম অভিযোগ করেছেন, ‘নির্বাচন কমিশন আমাদের জানিয়েছেন, কেন্দ্রে কোনো ডেস্ক বসানো যাবে না—তাই আমরা কোনো ডেস্ক বসাইনি। একইসঙ্গে কোনো স্লিপও দেওয়া যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখেছি, ছাত্রদলের কয়েকজন প্রার্থী এখানে ডেস্ক বসিয়েছে এবং তারা ভেতরে ভোটারদের স্লিপ দিচ্ছেন। আমরা সবাইকে আহ্বান করব, নির্বাচন আচরণ বিধি মেনে চলার জন্য।’
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী রয়েছেন।
এবার ভোট দেবেন মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।
এদিকে ভোটকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রতিটি কেন্দ্রে তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পাশাপাশি ভোটগণনার স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে সোমবার রাত থেকেই অবস্থান নিয়েছেন বিপুলসংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এসব জায়গায় পুলিশের পাশাপাশি বিএনসিসিসহ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন।
ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিএসসি এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। এছাড়াও কাম্পাসে ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল ইউনিট নিয়োজিত করা রয়েছে।