Image description

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। আমরা নির্বাচন নিয়ে শঙ্কিত নই।

 

রোববার রাত ৮টায় সম্মেলনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  

এদিকে বহু প্রতীক্ষিত বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ঠাকুরগাঁও। চারদিকে সাজসাজ রব। রাতে শহর বর্ণিল আলোয় সেজে উঠেছে। উৎসবমুখর এই পরিবেশ উপভোগ করতে হাজারও মানুষ ঘর ছেড়ে ছুটে এসেছেন শহরে।

আট বছর পর নতুন নেতৃত্ব নির্বাচন ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে সোমবার অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। জেলা শহরের সড়কগুলো তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পৈতৃক বাড়ির কাছে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠেই হবে এ সম্মেলন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১০টায় শুরু হবে প্রথম অধিবেশন, উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল।

দলীয় সূত্র জানায়, সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। ফলে মির্জা ফখরুলের ছোট ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন। তবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী— সাবেক ইউপি চেয়ারম্যান ও ৯০–এর দশকের ছাত্রনেতা পয়গম আলী, ওবায়দুল্লাহ হক মাসুদ, আব্দুল্লাহ আল মামুন ও শরিফুল ইসলাম শরীফ।

জেলার ৫ উপজেলা ও ৩ পৌরসভার মোট ৮০৮ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব বেছে নেবেন।

২০১৭ সালে সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। রাজনৈতিক নানা জটিলতায় দীর্ঘ আট বছর ধরে আর সম্মেলন হয়নি। এবার সেই আক্ষেপের অবসান ঘটছে। সম্মেলন ঘিরে সুবিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে।