
ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চরম মাত্রায় পৌঁছেছে। পরপর দুটি ঘটনার পর আগুনের উত্তাপ আরও বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় আক্রমণে সক্ষম এমন ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি।
সংবাদ সংস্থাগুলোর তথ্য বলছে, ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদক কার্টেলদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। এর প্রস্তুতির অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোতে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
মার্কিন সূত্র শুক্রবার সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছে, ওয়াশিংটন কর্তৃক মাদক-সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত ল্যাটিন আমেরিকান মাদক কার্টেলদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে পুয়ের্তো রিকোর একটি বিমানঘাঁটিতে ১০টি উন্নত যুদ্ধবিমান পাঠানো হচ্ছে।
আমেরিকান সম্প্রচারক সিএনএন একাধিক সূত্রের বরাত দিয়ে শুক্রবার জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ভেতরে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর উপর হামলার কথা বিবেচনা করছে। এমন ঘটনা ঘটলে ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে ইতিমধ্যেই ক্রমবর্ধমান উত্তেজনার নাটকীয় মোড় নিতে পারে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শুক্রবার যুক্তরাষ্ট্রকে ভেনিজুয়েলা এবং সমগ্র ল্যাটিন আমেরিকায় শাসন পরিবর্তনের পরিকল্পনা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আমি ট্রাম্পকে সম্মান করি। আমাদের মধ্যে কোনো মতপার্থক্য সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে না। ভেনিজুয়েলা সবসময় আলোচনা করতে, সংলাপে আগ্রহী।
আজকালের খবর