
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ‘এই নির্বাচন (ডাকসু) ষড়যন্ত্রের মুখে পড়লে জাতীয় নির্বাচনেও এর প্রভাব পড়বে।’
তিনি বলেন, ‘যতই রিট করুক, যতই ষড়যন্ত্র করুক, যতই বাধা আসুক- ভোট ৯ সেপ্টেম্বরেই হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডাকসু নির্বাচন নির্বিঘ্ন করতে তিনি কমিশনের পাশাপাশি সরকারকেও ভূমিকা রাখার আহ্বান জানান।
একই সঙ্গে নির্বাচন কমিশনের অসহায়ত্বের জন্য ডাকসু নিয়ে কিছুটা আশঙ্কা থেকেই যায় বলে মন্তব্য করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী।
নির্বাচন ঘিরে মব তৈরি ও সাইবার বুলিংয়ের শঙ্কা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রসাশন অসহায়ত্বের পরিচয় দিয়েছে।’
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। তাই এখন শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ক্যাম্পাসে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন তারা।