Image description

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিচারসহ তিন দফা দাবি আদায়ে রাজধানীর পল্টন মোড় অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা। বুধবার বিকেলে বিজয় নগরের আল রাজী কমপ্লেক্সের পার্টি অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে পল্টন মোড়ে অবস্থান নেয় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। হঠাৎ রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে পুরো এলাকায়।

গণঅধিকার পরিষদের নেতারা বলেন, নুরুল হক নুরের ওপর হামলা কোনো সাধারণ ঘটনা নয়। তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। তাই হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘আপা গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে’, ‘ভিপি নুরের রক্ত বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

তাদের তিনটি দাবি হচ্ছে- দ্রুত সময়ের মধ্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিচার করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।