
আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেছেন, ডাকসু নির্বাচন অনিবার্য। মুজিববাদী বামদের ষড়যন্ত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা যাবে না বলে মন্তব্য করেছেন তিনি।সোমবার (১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এসব কথা লিখেছেন তিনি।
এদিন হাইকোর্ট এক রিট আবেদনের শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের আদেশ দেন। পরে অবশ চেম্বার আদালত হাইকোর্টের সে আদেশকে স্থগিত করে দিয়েছেন। যার ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে আপাতত কোনো আইনি বাধা রইল না।
যারা ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে সব ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জুনায়েদ লিখেছেন, ‘মুজিববাদী বামদের ষড়যন্ত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা যাবে না। ডাকসু নির্বাচন অনিবার্য, এটি শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার। তাই সব ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদেরকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে এই অধিকার আদায়ে সরব হতে হবে।’