Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বৈধতা নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন বামজোটের প্রার্থী বি এম ফাহমিদা আলম। গত রবিবার (৩১ আগস্ট) বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গণির বেঞ্চে রিট দাখিল করা হয়।

এ ঘটনার পর বামজোট সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলমের বিরুদ্ধে জুলাই আন্দোলনের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠে। গত বছরের ৩০ জুলাই সামাজিক মাধ্যমে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ভাঙা কাঁচের একটি ছবি শেয়ার করেন তিনি। সামাজিক মাধ্যমে অনেকেই অভিযোগ করেন, জুলাইতে মিরপুর ১০ নম্বর গোলচক্করের মেট্রোস্টেশনে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার ছবি পোস্ট করেছেন মাহমিদা। তবে তার দেওয়া ছবিটি মেট্রোস্টেশনে ভাঙা কাঁচের ছবি নয় বলে জানিয়েছেন বাম জোটের এই ডাকসু প্রার্থী।

সোমবার (১ সেপ্টেম্বর) এক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ পোস্ট দেওয়া ব্যাখ্যা দেন তিনি।

ফাহমিদা আলম বলেন, ‘আমি না কি মেট্রোরেলের ছবি দিয়েছি। এটা খুবই দুঃখজনক। এ ছবিটি ২ মে ২০২৪ সালে তোলা চারুকলার একটি ছবি। ছবিটির মধ্যে অন্য তাৎপর্য আছে। সেটির মধ্যে প্রকৃতির একটি রেপ্লেক্শন দেখা যাচ্ছে। ছবিটি আমার কাছে ভালো লেগেছিল তাই শেয়ার করেছি।’

এর আগে তার ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা যায় জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন আন্দোলন নিয়ে কোনো পোস্ট বা কোনোকিছু লেখেননি তিনি। শুধু ৩০ জুন তিনি ভাঙা কাঁচের ছবি একটি পোস্ট শেয়ার করেছিলেন। মূলত এ বিষয়টি নিয়েই অভিযোগ নেটিজেনদের।