Image description
 

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।

শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এ নিন্দা জানান হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। নুরুল হক নুরের ওপর হামলা তারই আলামত হতে পারে বলে মন্তব্য করেন তারা।

 

সাদা দলের নেতৃবৃন্দ বলেন, এই হামলার পেছনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা উচিত। তারা আরও বলেন, অস্থিতিশীল পরিবেশ রুখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিবাদবিরোধী ও গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকে সংযম, সহনশীলতা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় একত্রিত থাকতে হবে।

 

বিবৃতিতে বলা হয়, গত বছরের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনাকে জয়ী করতে হবে এবং দেশকে বেআইনি শাসন ও অস্থিরতার শৃঙ্খল থেকে বেরিয়ে আনতে হবে। আইনের শাসন সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও স্থিতিশীল দেশ গড়ে তোলার বিকল্প নেই। কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতাবান করে ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিতের মাধ্যমেই জাতি ঐক্যবদ্ধ হতে পারবে।

 

সাদা দল নেতৃবৃন্দ নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।