Image description
 

গাইবান্ধায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধরা শহরের জাতীয় পার্টির জেলা কার্যালয়ে ভাঙচুর চালায়।

‎শনিবার দুপুরে জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গণঅধিকার পরিষদ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্টেশন রোডে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন, সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা সভাপতি রবিউল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক মোনারুল ইসলাম মনা প্রমুখ।

 

‎বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের ওপর হামলা গণতন্ত্র হত্যার সমান। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

‎বিকেলে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের কাঠপট্টি এলাকায় জাতীয় পার্টির জেলা কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা অফিসের নামফলক, ব্যানার, দরজা ও শাটার ভাঙচুর করে।