Image description

টুডে ডেস্ক 

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ উপদেষ্টা আসিফ নজরুল ও জামায়াত নেতা মিয়া গোলাম পারওয়ারের ফেসবুক পেইজে কমেন্ট করে লিখেছেন, জামায়াত কেন ভিপি নুরুল হক নুরের উপর হামলার জন্য সরাসরি পুলিশ ও সেনাসদস্যদের নাম (হাসনাত যাদের ভাসুর বলে অবহিত করেছেন) নেয়নি।

খুবই দায়সারা গোছের দুই লাইনের বিবৃতি দিয়েছে বিএনপি যেখানে তারা তাদের ভাসুর সেনাবাহিনীর নামতো নেইই নাই। এমনকি জামায়াত যে "আইনশৃঙ্খলা বাহিনীর" কথা বলছে সেটাও বিএনপি বলেনি।

মজার ব্যাপার হচ্ছে হাসনাত আব্দুল্লাহর নিজের দল এনসিপিও ভাসুরের নাম  নেয়নি। এমনকি এনসিপি আনুষ্টানিক  কোন বিবৃতিও দেয়নি। দলের ফেসবুকে পেইজে  বলা হয়েছে,  

"ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তার দলের উপর আইনশৃঙ্খলা বাহিনী ও লীগ ও জাতীয় পার্টির বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।"