Image description

টুডে ডেস্ক

গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নূরুল হক নূরুর উপর হামলার  প্রতিবাদ করেছেন জামায়াত  নেতা মিয়া গোলাম পরওয়ার। যদিও ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ ও সেনাবাহিনীর  সদস্যরা দলবেধে  নুরুর উপর হামলা করছে   কিন্তু জামায়াত নেতা মিয়া গোলাম পারওয়ার তার বিবৃতিতে  লিখেছেন,  

"২৯ আগস্ট (শুক্রবার) সন্ধ্যার দিকে রাজধানীর বিজয়নগরে আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি অন্যতম জুলাই যোদ্ধা জনাব নূরুল হক নূরসহ অর্ধ শতাধিক নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। আমরা এ মর্মান্তিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে আমরা আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। "

এর প্রতিবাদে এনসিপি  নেতা হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, "  সেনাবাহিনী মারছে বলতে লজ্জা পান? সারা দেশ দেখছে সেনাবাহিনী আর পুলিশ মিলে পিটাইছে। অথছ আপনি সেনাবাহিনীর নাম এড়াইয়া গেলেন।ভাসুরের নাম মুখে নেন না কেনো? প্রো এস্টাবলিশমেন্টগিরি আর কতো? দুঃখজনক।" 

এর কিছুক্ষণ পরে অবশ্য জামায়াত বিবৃতি সংশোধন করে লিখেছে, " অর্ধ শতাধিক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য লাঠিচার্জ করে গুরুতরভাবে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ও তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৯ আগষ্ট এক বিবৃতি প্রদান করেছেন।"