Image description
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার পৃথক প্রতিক্রিয়ায় এ কথা জানান বিএনপি নেতারা। অন্যদিকে ইসি’র রোডম্যাপ ঘোষণায় ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত, ইসলামী আন্দোলন ও এনসিপি। জামায়াত জানিয়েছে, এই রোডম্যাপে জনপ্রত্যাশার প্রতিফলন হয়নি। এলডিপি, গণসংহতি আন্দোলন, এবি পার্টিসহ আরও অনেক দল রোডম্যাপকে স্বাগত জানিয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট প্রস্তুতিতে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণায় ‘বিএনপি খুশি’ জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রোডম্যাপ ঘোষণা হয়েছে। আমরা এতে আশাবাদী হয়েছি যে, এই রোডম্যাপ থেকে বুঝা যায় যে, নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। মূল কথা হচ্ছে যে, আমরা খুশি, উই আর হ্যাপি।
 

রোডম্যাপ ঘোষণাকে জনগণের জন্য সুসংবাদ হিসেবে দেখছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘জ্বি’। গতকাল জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোডম্যাপ ঘোষণ করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিকালে বনানীতে এক অনুষ্ঠানে এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ইলেকশনের রোডম্যাপ আজকে একটা এসেছে, এটা সুসংবাদ। আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আমাকে টেক্সট পাঠিয়েছে, আমি দেখলাম- ইলেকশনের রোডম্যাপ। মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে একটা নির্বাচন হোক এবং এর মাধ্যমে দেশে একটা নির্বাচিত সরকার আসবে, সংসদ প্রতিষ্ঠা হবে যে সরকার বা সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, অ্যাকাউন্টেবল থাকবে। আমি বলতে চাই, জনগণ তাদের সিদ্ধান্ত যেগুলো এখন স্থগিত রাখছে, সব সিদ্ধান্ত নিতে শুরু করেছে, আই ক্যান ফিল ইট অলরেডি।

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মানবজমিনকে বলেন, আমরা নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানাই। এটা বহুল প্রত্যাশিত, জনপ্রত্যাশিত এবং রাজনৈতিক দলের প্রত্যাশিত রোডম্যাপ ঘোষিত হয়েছে। নির্বাচন নিয়ে কোনো রকমের সংশয় ও শঙ্কা নেই। আশা করি, নির্বাচন রোডম্যাপ অনুসারে নির্বাচন কমিশন সমস্ত আয়োজন সমাপ্ত করবেন। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করবেন। এটাই জাতির প্রত্যাশা। তিনি বলেন, এখন মানুষ ও জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে। দেশে নির্বাচনী পরিবেশ ও আমেজ বিরাজ করছে। সুতরাং নির্বাচনের বিপক্ষে কোনো বক্তব্য কোথাও ঠাঁই পাবে বলে আমার মনে হয় না।

রোডম্যাপে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি: জামায়াত
জাতীয় নির্বাচনের রোডম্যাপে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপের বিষয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপ গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক মন্তব্য করে গোলাম পরওয়ার বলেন, জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে- তা এখনো ঠিক হয়নি। এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়নের প্রক্রিয়াও চূড়ান্ত হয়নি। এমতাবস্থায় এই রোডম্যাপ ঘোষণা অপরিপক্ব ও আংশিক। এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি। 

তিনি বলেন, জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল বলে আমরা মনে করি।