Image description

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, ‘তারেক রহমান যেন আগামীতে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে না পারেন, সে জন্য জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। একাত্তরে স্বাধীনতাবিরোধী দলটি আগামীতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু করেছে।’ 

গতকাল বুধবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বরকতউল্লা বুলু এসব কথা বলেন। উপজেলা সদরের এজে পাইলট হাই স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জামায়াতকে মুনাফিকের সঙ্গে তুলনা করে বরকতউল্লা বুলু বলেন, ‘১৯৯৬ সালে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে জোট করে ১৭৩ দিন এ দেশে হরতাল পালন করেছে। ১৯৯৬ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন করে তারা মাত্র তিনটি আসন পেয়েছে।’ 

১৯৪৭ সালের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৪৭ সালে জামায়াত পাকিস্তানের পক্ষে ভোট দেয়নি। তারা তখন অভুক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছে।

জামায়াত কখনো দেশের পক্ষে থাকেনি, তারা সব সময় দেশের বিপক্ষে কাজ করে। আগামী নির্বাচন নিয়েও তারা ষড়যন্ত্রের অংশ হিসেবে পিআর পদ্ধতি সামনে নিয়ে এসেছে। পিআর-টিআর বুঝি না। আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই পদ্ধতিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
অন্যথায় এ দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে।’