Image description
 

আলোচিত জুলাই আন্দোলনকে ঘিরে ছাত্রনেতা হাসনাতকে উদ্দেশ্য করে ব্যারিস্টার রুমিন ফারহানা ‘ফকিন্নির পোলা’ মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াত নেতা সেলিম উদ্দিন। তিনি বলেন, “যে ছাত্ররা ফ্যাসিবাদ মুক্ত করতে জীবন দিল, তাদের ফকিন্নির পোলা বলার পরে দেশের জনগণই ঠিক করবে এই দলের জায়গা কোথায় হবে।”

 

এনসিপি কে "জাতীয় শিশু পার্টি" বলার প্রসঙ্গে তিনি বলেন, “যাদের শিশু বলে উপহাস করা হচ্ছে তারাই জুলাই বিপ্লবের ডাক দিয়েছে। এককভাবে তারাই সব করেছে। আমরা পরবর্তীতে যোগ দিয়েছি।” তিনি অভিযোগ করেন, যারা এই আন্দোলনকে ব্যঙ্গ করছে তারা মূলত স্বীকার করছে যে, আন্দোলনে তাদের ভূমিকা দুর্বল ছিল।