
প্রশাসন এক লাখ টাকার লোভও সামলাতে পারে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির। মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীধর নগরে অবৈধ ড্রেজার বন্ধ ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে গতকাল সোমবার দুপুরে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। আজ মঙ্গলবার তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মতবিনিময় সভায় বিএনপির এই নেতা বলেন, ‘মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং প্রত্যেক উপজেলা প্রশাসনরা এমন দুই নম্বর যে তারা এক লাখ টাকার লোভও সামলাতে পারে না। তারা আমাদের যৌক্তিক আহ্বানকে ওভারলক করে টেবিলে বসে উইথআউট টেন্ডার ছাড়া বালু মহলের ঠিকাদার নিয়োগ করেছে।’
তিনি বলেন, ‘গতবার এই বালু মহল ইজারা দেওয়ার কারণে শত-শত পরিবার ভাঙনের শিকার হয়েছে। সরকারি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সীমানার বাইরে বালু কাটার কারণে পার্শ্ববর্তী এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে। দুষ্টু লোকের চক্রান্তে সরকারি কোষাগারে এটিকে বালু মহাল বানিয়ে রেখেছে।’
জিন্নাহ কবির বলেন, ‘জনগণের স্রোতের বাহিরে কোনো শক্তি নাই। আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন- জনগণের পাশে থাকবেন, জনগণকে পাশে রাখবেন। আপনারা গ্রামবাসী একত্রিত হয়ে মানববন্ধন করে আপনাদের দাবি জানিয়েছেন তারপরেও কীভাবে, কোনো সাহসে দুষ্টুচক্র এখানে ড্রেজার রেখেছে।’
তিনি আরও বলেন, ‘অভিযোগ হয়েছে পুলিশ এসে নিয়মতান্ত্রিকভাবে ঘটনা দেখে যাবে। আমার কথায় কোনো মামলা হয় নাই। আপনারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করবেন, আমি আপনাদের পাশে আছি। এরপরেও যদি তারা সীমানার বাহিরে এসে বালু কাটে তাহলে তাদের বালু মহলে জমা দেওয়া টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।’
এ সময় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনিসহ স্থানীয় গ্রামবাসীরা অবস্থিত ছিলেন।