
বন্যার পানিতে নদী প্লাবিত হওয়ায় বাঁধ খুলে দিয়েছে ভারত। সেখান থেকে আসা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে পাকিস্তানের নদী তীরবর্তী গ্রাম। এতে স্থানীয় হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছে দেশটি। বর্তমানে ভয়াবহ বন্যার কবলে ভারত ও পাকিস্তান। দুই দেশে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন। নদী প্লাবিত হওয়ায় এবার বাঁধ খুলে দিলো ভারত। এর আগে সোমবার আন্তঃসীমান্ত বন্যা সম্পর্কে পাকিস্তানকে সতর্ক করে ভারত। এর মাধ্যমে মে মাসে চার দিনের যুদ্ধের পর দুই দেশের মধ্যে প্রথম কূটনৈতিক পর্যায়ের যোগাযোগ হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, জুন থেকে এ পর্যন্ত পাকিস্তানে কমপক্ষে ৮০০ মানুষ নিহত হয়েছেন। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সুতলজ নদীর পানি বৃদ্ধি ও বন্যার বিষয়ে পাঞ্জাব প্রদেশের কর্তৃপক্ষকে সতর্ক করেছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, কাসুর থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৪ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া বাহাওয়ালনগর থেকে প্রায় ৮৯ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। ভারতের কয়েকটি প্রদেশেও ভারী বর্ষণের সতর্কতা দেয়া হয়েছে। ফলে সেখান থেকে প্রবাহিত পানির ঢল পাকিস্তানে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি কয়েক মাসে পাকিস্তানের ওপর জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব পড়তে দেখা যায়। ফলস্বরূপ স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। দেশটির উত্তরপশ্চিমের বাসিন্দারা এ মাসে অভিযোগ করেছেন, বুনের জেলায় আকস্মিক বন্যার আগে কোনো সতর্কতা পাওয়া যায়নি। সেখানে বন্যায় কমপক্ষে ৩০০ মানুষ প্রাণ হারিয়েছেন।