Image description

চট্টগ্রামের ডবলমুরিং থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসিফ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে গ্রেপ্তার হলেও বিষয়টি জানাজানি হয় সোমবার।

এদিকে, তাকে ছাড়াতে স্থানীয় বিএনপির বেশ কয়েকজন নেতার তদবিরের অভিযোগ উঠেছে। তবে, পুলিশ তাদের পাত্তা না দিয়ে আওয়ামী লীগ নেতাকে আদালতে পাঠিয়েছে। চট্টগ্রাম পুলিশের পশ্চিমের ডিসি মোহাম্মদ মাহবুব আলম খান বলেন, জুলাই-আগস্টে হত্যা মামলার অন্যতম আসামি তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার উপপরিদর্শক মো. ইসমাইল আমার দেশকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চৌমুহনি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, তাকে গ্রেপ্তার করার পর স্থানীয় বিএনপির বেশ কয়েকজন নেতা পুলিশের কাছে তদবির করেছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে ডবলমুরিং থানা না ছেড়ে আদালতে সোপর্দ করে।