Image description
 

ভারতের নানা অসহযোগিতা নস্যাৎ করতে বাংলাদেশের চীন ও পাকিস্তানের সহযোগিতা লাগবে বলে মন্তব্য করেছেন লেখক, কবি ও চিত্রকর ব্রাত্য রাইসু। 

 

সোমবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। 

ব্রাত্য রাইসু লেখেন, ভারতের নানা অসহযোগিতা নস্যাৎ করতে আমাদের অবশ্যই চীন ও পাকিস্তানের সহযোগিতা লাগবে। কিন্তু এই সহযোগিতা নিতে গিয়া চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা যেন বন্ধুত্বের নিচে না নামে!

তিনি বলেন, সম্প্রতি তাদের সাক্ষাৎ হওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারকে বলছেন, ‘যখন পাকিস্তানি শিল্পীরা বাংলাদেশে গান পরিবেশনা করেন, সবাই তাদের প্রশংসা করে।’এইটা ভাল জেশ্চার। আমরা অনুমোদন করতেছি যে তাদের গান ভাল। তাদের একাত্তরপূর্ব মাতব্বরির অধীন করতেছি না নিজেদের। ইউনূস সাহেবের কাছ থেকে আমরা শিখলে ভাল করব যে কীভাবে কাউকে প্রভু না-বানাইতে হয়।

ব্রাত্য রাইসু আরও বলেন, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়া আমাদের দেশকে যাতে কেবলই জামায়াতের মাধ্যমে তা করতে না হয়, যেন মুক্তিযোদ্ধারাও তা নিজেরাই করতে পারেন বিজয়ীর অবস্থান থিকা, তা নিয়া ভাবতে হবে।

‘মনে রাখতে হবে, পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ বহু আগে শেষ হইছে এবং সামনে আমরা তাদের সঙ্গে আর কোনো যুদ্ধ করতেও যাইতেছি না। আমাদের দরকার আঞ্চলিক সংহতির মাধ্যমে মূলত অর্থনৈতিক শক্তি অর্জন। যার সহযোগিতা চীন ও পাকিস্তান তাদের নিজ নিজ স্বার্থেই আমাদেরকে দিতে পারে।

মুক্তিযুদ্ধ আমাদের সবচাইতে বড় অর্জন তা ঠিক। কিন্তু সে কারণেই এই অর্জনরে আঞ্চলিক উন্নতির পথে বাধা হিসাবে প্রতিষ্ঠা করার প্রয়োজন নাই।

এবং একই সঙ্গে ভারত রাষ্ট্রটিকে দাওয়াত দেওয়ার কাজেও কেউ যাতে মুক্তিযুদ্ধকে ব্যবহার করতে না পারে, তাও আমাদের খেয়াল রাখতে হবে’ যোগ করেন তিনি।