Image description

পেছনের দরজা দিয়ে নয়, সম্মুখ দরজা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার  জাতীয় প্রেসক্লাবে ‘তারেক রহমানের রাজনীতি: গণঅভ্যুত্থানের সাবলিমিটি’ বই প্রকাশনা উৎসব উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজপথে দীর্ঘ ৮ বছর সংগ্রাম করে এদেশে গণতন্ত্র পুনরায় ফিরে এনেছিলেন উল্লেখ করে মঈন খান বলেন, বেগম খালেদা জিয়া রাজনীতিতে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেননি, সম্মুখ দরজা দিয়ে খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী থেকে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে। 

তিনি বলেন, ৫ই আগস্ট বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন। যিনি মুখে গণতন্ত্রের কথা বলছেন, অথচ গণতন্ত্রের লেবাসে এদেশে স্বৈরাচার প্রচলন করেছিলেন।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ১৯৭১ সাল থেকে ২০২৪, এই ৫৪ বছরে আমরা ভেবেছিলাম আমাদের অনেক সমস্যার সমাধান হয়েছে। আমরা নতুন দেশ গড়েছি। এদেশের মানুষ মুক্ত জীবন ও চিন্তা নিয়ে বসবাস করবে। কিন্তু বাস্তবে সেটি হয়নি। বারবার আপনারা দেখেছেন ছন্দপতন। এটা হয়েছে কখন? প্রথম ছন্দপতন ১৯৭২-৭৫ সালে। যখন একটি রাজনৈতিক দল যারা নিজেদের মুক্তিযুদ্ধে পক্ষের শক্তি বলে দাবি করে, অথচ সেই রাজনৈতিক দল যখন স্বাধীনতার পরে একটি সরকার গঠন করল- তারা ভুলে গেল সেই মুক্তিযুদ্ধের মূল আদর্শের কথা। তারা তখন তাদের দলীয় আদর্শ নিয়ে এদেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে একটি দলীয় সরকার গঠন করেছে! 

অধ্যাপক ড. মোহাম্মাদ আমীরুল ইসলামের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক ড. লিয়াকত আলী, অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক জামাল উদ্দিন রুনু প্রমুখ।