
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে আলোচনা ও উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই নির্বাচনে জয়লাভ করলে শিক্ষার্থীদের জন্য কী করা হবে, সে বিষয়টি জানিয়েছেন ‘ঐকমত্য শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী সাদিক কায়েম।
তিনি স্পষ্ট করে বলেন, ডাকসুর মূল কাজ নেতা তৈরি করা নয়, বরং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা, তাদের দাবিগুলো প্রশাসনের কাছে উপস্থাপন করা এবং সেগুলো বাস্তবায়ন করা।
সাদিক কায়েম দাবি করেন, সেই বিবেচনা থেকে আমরা আমাদের প্যানেলের সম্পাদকীয় পদগুলোতে বিশেষজ্ঞ ব্যক্তিত্বদের নিয়ে আসার চেষ্টা করেছি। প্যানেলটিকে আমরা সর্বজনীন করার চেষ্টা করেছি।
শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি নিজেদের প্রতিশ্রুতির বিস্তারিত বিবরণ দেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১০৪ বছর পরও শিক্ষার্থীদের আবাসন সংকটে ভুগতে হচ্ছে। গ্রাম থেকে অনেক বড় স্বপ্ন নিয়ে তারা এখানে আসে, কিন্তু সার্বিক পরিস্থিতি দেখে হতাশ হয়ে পড়ে। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হলে আমরা আবাসন সংকটসহ তাদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করব।
তিনি আরও বলেন, এখানে শিক্ষার্থীদের খাবারের জন্যও চিন্তা করতে হয়। কিন্তু বিদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের খাওয়া-দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হয় না। আমরা এই সমস্যা দূর করতে কাজ করব। এমনকি, আমাদের শিক্ষার্থীদের অনেক সময় চিকিৎসার অভাবে ভুগতে হয়। আমরা এসব সমস্যা সমাধানে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাব।
রেজিস্ট্রার ভবনে শিক্ষার্থীদের হয়রানির বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে রেজিস্ট্রার ভবনে যেতে হয়। কিন্তু সেখানে এখনও মান্ধাতার আমলের মতো কাজকর্ম চলে। এ কারণে শিক্ষার্থীদের এক স্থান থেকে অন্য স্থানে ছোটাছুটি করতে হয়।
এ সময় তিনি শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির সুযোগ, লাইব্রেরির উন্নত ব্যবস্থা, মসজিদের আধুনিকায়ন, নারী শিক্ষার্থীদের হলের ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সমস্যা দূরীকরণের কথা উল্লেখ করেন। তিনি দ্রুত এসব সমস্যা সমাধানের জন্য ইশতেহার প্রকাশের আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এসএম ফরহাদসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।