Image description

গুজব ছড়িয়ে, ছবি দিয়ে নোংরামো করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভোট কমানো যাবে না। এতে বরং কিছু বাড়ানো হয় বলে মনে করেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, মানুষ নোংরামো পছন্দ করে না। 

মানসুরা আলম লিখেছেন, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ তার ইমেজে শিক্ষার্থীদের সাথে সরাসরি কানেকশনে পরিচিত। মানে তাকে সবাই সরাসরি ব্যক্তিমানুষ হিসেবেই চেনে-জানে। এমন না যে সে অনেক দূরের কোন লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে।

ছাত্রদলের জিএস ক্যান্ডিডেট হামীম ৫ আগস্টের পর থেকে শিক্ষার্থীদের জন্য সেবামূলক কাজের সাথে জড়িত। তাকেও সবাই ব্যক্তি মানুষ হিসেবে চেনে। ছাত্রদলের এজিএস মায়েদ রাজপথের পরিচিত মুখ। সমসাময়িক ছাত্ররাজনীতি যারা দেখেছে, জেনেছে সবাই তাকে সামনাসামনি চেনে।

এদের বিরুদ্ধে গুজব ছড়িয়ে, ছবি দিয়ে নোংরামো করে একটা ভোটও কমানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, এতে কিছু ভোট বাড়ানো হবে। মানুষ নোংরামো পছন্দ করে না। কারা নোংরামো করছে সেটাও অনুমেয়। তাই ভরাডুবির জন্য তৈরি থেকো। ফুল প্যানেলে জিততে এসেছে ছাত্রদল। যেমন নেতা শিক্ষার্থীরা চায়, তেমন নেতা এসেছে। নেতাদের ব্যক্তি ধরনেও আছে বৈচিত্র্য।