Image description

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ঘাট দখলকে কেন্দ্র করে সাবেক ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম ইমনকে (২৭) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চর এলাহী বাজারে প্রকাশ্যে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত মাজহারুল ইসলাম ইমন চর এলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ঈসমাঈল হোসেনের ছেলে।

হামলার অভিযোগ উঠেছে চর এলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবদুল মতিন তোতার ছেলে ঈসমাঈল তোতা, যুবদল নেতা ইব্রাহিম তোতা, বাহাদুর, সাব্বিরসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে।

ভুক্তভোগী ইমন জানান, বিকেল ৪টার দিকে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে তিনি চর এলাহী বাজারে গেলে ১০–১২ জনের একটি দল মোটরসাইকেল থামিয়ে তাকে ঘিরে ফেলে। এরপর ঈসমাঈল তোতা, ইব্রাহিম তোতা, সাব্বিরের নেতৃত্বে দলটি তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ঘটনার পর অভিযুক্তদের খোঁজে পাওয়া যায়নি। চর এলাহী বাজারের এক ব্যবসায়ী জানান, থানায় মামলা হওয়ার খবরে অভিযুক্তরা এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আছি। হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে, গত ১৭ আগস্ট চর এলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনকে (৫০) গলাকেটে হত্যাচেষ্টার অভিযোগও ওঠে একই ব্যক্তিদের বিরুদ্ধে। ওই ঘটনায়ও ঈসমাঈল তোতা, ইব্রাহিম তোতা, সাব্বির ও বাহাদুরের নাম উঠে আসে।