
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হয়েছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) মনোনয়নপত্র নেওয়ার শেষ দিন। ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। আগামীকাল বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে প্রার্থীদের।
নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট বেলা একটায় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর একটা পর্যন্ত। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকাল ৪টায়। ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।
প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল
ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনেও সাংগঠনিকভাবে চূড়ান্ত প্যানেল ঘোষণা করতে পারেনি ছাত্রদল। তবে সংগঠনটির নেতাকর্মীরা পৃথকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দুয়েক দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্যানেল ঘোষণা হতে পারে বলে জানা গেছে।
এদিকে, ডাকসু সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ঢাবি শাখার সহ-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান ও ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। এছাড়া কবি জসিমউদ্দীন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামিম সাধারণ সম্পাদক (এজিএস) পদ, বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ, ঢাবি শাখার তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
ডাকসু নির্বাচনে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল। এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান মনোনয়ন পেয়েছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, আন্তর্জাতিক সম্পাদক খান জসিম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম মুয়াজ, ক্রীড়া সম্পাদক আরমান হোসাইন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুল ইসলাম সাব্বির, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম এম আল মিনহাজ, মানবাধিকার ও আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।
এছাড়া ১৩টি কার্যনির্বাহী সদস্য পদে সর্ব মিত্র চাকমা, ইমরান হোসাইন, বেলাল হোসেন অপু, জয়েন উদ্দিন সরকার তন্ময়, মিফতাহুল হোসাইন আল মারুফ, মাজহারুল ইসলাম মুজাহিদ, রাইসুল ইসলাম, সাবিকুন নাহার তামান্না, শাহিউর রহমান, আফসানা আক্তার, আবদুল্লাহ আল মাহমুদ, রায়হান উদ্দিন ও আনাস বিন মনির মনোনয়ন পেয়েছেন।
ইমি ও বসুর নেতৃত্বে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলে লড়বেন বামপন্থী ছাত্রসংগঠনের একাংশের নেতারা
‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বামপন্থী ছাত্র সংগঠনের একাংশের নেতারা। এই প্যানেলে শেখ তাসনিম আফরোজকে (ইমি) সহ-সভাপতি (ভিপি), ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একাংশের সভাপতি মেঘমল্লার বসুকে সাধারণ সম্পাদক (জিএস) ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেলকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে।
প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মোজাম্মেল হক, কমনরুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নূজিয়া হাসিন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে আকাশ আলী, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে লিটন ত্রিপুরা, ছাত্র পরিবহন সম্পাদক পদে নিনাদ খান, আন্তর্জাতিক সম্পাদক পদে নাঈম উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফারিয়া মতিন, ক্রীড়া সম্পাদক পদে মালিহা তাবাসসুম, সমাজসেবা সম্পাদক পদে আবু মুজাহিদ আকাশ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে শেখ তাসনিভা সৃষ্টি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ফাতিন ইশরাক, গবেষণা ও প্রকাশনা পদে আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এছাড়া মো. তাফসিরুল্লাহ, রাজেকুজ্জামান জুয়েল, ওয়াকার রহমান সৌরভ, মোহাম্মদ মুস্তাকিম, মিশকাতুল মাশিয়াত, আতিকা আনজুম, পৃথিং মারমা, ইসরাত জাহান ইমু, আনিয়া ফাহমিন, রাহনুমা আহমেদ, সাজিদ উল ইসলাম ও হেমা চাকমাকে সদস্যপদে মনোনয়ন দেওয়া হয়েছে।
কাদের-বাকেরের নেতৃত্বে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল
নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতারা। তবে এই প্যানেল থেকে কারা কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি।
এদিকে, সোমবার (১৮ আগস্ট) গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেলে ভিপি পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়ক আবদুল কাদের ভিপি পদে এবং জিএস পদে আবু বাকের মজুমদার মনোনয়ন সংগ্রহ করেছেন। এই প্যানেল থেকে এজিএস পদে আশরেফা খাতুন নির্বাচন করবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
‘ডিইউ ফার্স্ট’ নামে স্বতন্ত্র প্যানেল এনসিপি নেতা মাহিনের নেতৃত্বে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতা মাহিন সরকারকে সঙ্গে নিয়ে ‘ডিইউ ফার্স্ট’ প্যানেল নামে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়েছে। এ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. মাহিন সরকার লড়বেন। এ ছাড়া, সহ-সাধারণ সম্পাদক পদে (এজিএস) পদে লক্ষ্মীপুর জেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি ফাতেহা শারমিন এ্যানি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও তারা চূড়ান্ত প্যানেল ঘোষণা করেনি।
উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়েছে। তবে প্যানেলের প্রার্থী ও নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে উমামা ফাতেমা, সাধারণ সম্পাদক জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া, এজিএস পদে সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী থাকবেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ইসলামী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন
পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে নির্বাচন যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত নির্বাচনে ভিপি পদে লড়বেন। আর জিএস পদে লড়বেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সম্পাদক খায়রুল আহসান মারজান। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন নিজেও এ নির্বাচনে প্রার্থী হয়েছেন; তিনি লড়বেন সহ-সাধারণ সম্পাদক পদে। তবে সংগঠনটির পূর্ণাঙ্গ প্যানেল এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেলে ছাত্র অধিকার পরিষদ
‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেলের নামে ছাত্র অধিকার পরিষদ ডাকসুতে লড়বে। এতে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী হয়েছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী হয়েছেন সাবিনা ইয়াসমিন। একইসঙ্গে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম।
প্যানেলের অন্যান্য সম্পাদক পদে রয়েছেন- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ শাকিব খান, সমাজসেবা সম্পাদক পদে আরিফুর রহমান মজুমদার, ক্রীড়া সম্পাদক মুক্তার হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে রাকিব হোসেন, মানবাধিকার ও আইন সম্পাদক ইশতিয়াক আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সিয়াম ইমন, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মোহাম্মদ রজবসালার খান শাওন।
এছাড়া সদস্য পদে রাহাত, রেজুয়ান, মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, কৌষিক আদির, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল আলম রুদ্র, মোফাচ্ছেল হক ও এইচএম মাহতাব ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বামপন্থী তিন সংগঠনের নেতৃত্বে প্যানেল
বামপন্থী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সমর্থিত একটি প্যানেল ডাকসুতে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এতে ভিপি পদে নাঈম হাসান হৃদয়, জিএস পদে এনামুল হাসান অনয় এবং এজিএস পদে অদিতি ইসলাম লড়বেন। তবে পূর্ণাঙ্গ প্যানেল ও প্যানেলের নাম এখনও চূড়ান্ত হয়নি।
জুবায়ের-মোসাদ্দেকদের আংশিক স্বতন্ত্র প্যানেল
নির্বাচনেস্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সমন্বয়ক এ বি জুবায়ের ও জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ। ১২-১৩ সদস্য বিশিষ্ট প্যানেলে আব্দুর রহমান আল ফাহাদ, আশিক খান সহ ক্যাম্পাসের পরিচিত মুখগুলো থাকবে বলে জানান তারা। জুবায়ের সমাজসেবা সম্পাদক পদে এবং মোসাদ্দেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে, এছাড়া তাদের প্যানেল থেকে সদস্য পদে নির্বাচন করছেন আশিক খান এবং আব্দুর রহমান। ভিপি, জিএস, এজিএস না থাকলেও প্যানেলে আরও চমক আসতে পারে বলে জানা গেছে। তবে তারা চূড়ান্ত প্যানেল ঘোষণা করেনি।
স্বতন্ত্রভাবে দুয়েকটি পদে লড়বেন যারা
ডাকসুতে স্বতন্ত্রভাবে লড়বেন কয়েকজন প্রার্থী। এরমধ্যে ভিপি প্রার্থী এসএম হল ছাত্র সংসদের ছাত্রলীগ প্যানেলের সাবেক জিএস জুলিয়াস সিজার তালুকদার, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন এবং টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ লড়বেন। এছাড়া জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ নামে একটি প্ল্যাটফর্মের অন্যতম স্বেচ্ছাসেবক আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আরাফাত চৌধুরী লড়বেন স্বতন্ত্রভাবে। এদিকে, এজিএস পদে নির্বাচন করবেন মহিউদ্দিন রনি ও ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক। এরমধ্যে আরমান নির্বাচন করতে পারেন স্বতন্ত্র আংশিক প্যানেল থেকে।