Image description
 

বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানো প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

সোমবার (১৮ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকার একটি নীতি ঘোষণা করেছে, জিরো পোর্ট্রেট নীতি। সেই নীতির অংশ হিসেবেই তারা রাষ্ট্রপতির ছবি সরিয়েছে। এখন এটা কতটা যৌক্তিক বা অযৌক্তিক—দলীয়ভাবে আলোচনা করে পরে আমরা এ বিষয়ে মন্তব্য করব।”

প্রসঙ্গত, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি সরানোর মৌখিক নির্দেশনা পাঠায়। নির্দেশনার পর কয়েকটি দূতাবাস ইতোমধ্যেই রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলেছে। আবার অনেক মিশন জানিয়েছে, তারা ৫ আগস্টের পরপরই ছবি সরিয়ে নেয়।